Thursday 22 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে বিএনপির ৩ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেনপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৬ ০৯:০৫

সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল

টাঙ্গাইল: দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডের জন্য টাঙ্গাইল জেলা বিএনপি’র সাধারণ সম্পাদকসহ তিনজনকে বহিষ্কার করা হয়েছে। বহিষ্কারকৃত অন্য দুই নেতা হলেন, বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা ও সাবেক প্রতিমন্ত্রী লুৎফরমান খান আজাদ এবং বিএনপির নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ আলী।

বুধবার (২১ জানুয়ারি) রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির তালুকদার রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে টাঙ্গাইল- ১ ( মধুপুর- ধনবাড়ী) আসনে বিএনপি’র বিদ্রোহী প্রার্থী হিসেবে অ্যাডভোকেট মোহাম্মদ আলী, টাঙ্গাইল- ৩ (ঘাটাইল) আসনে প্রার্থী লুৎফরমান খান আজাদ এবং টাঙ্গাইল -৫ আসনে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার কারণে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান খান আজাদ, জাতীয় নির্বাহী কমিটির সদস্য, অ্যাডভোকেট মোহাম্মদ আলী, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল কে বিএনপির প্রাথমিক সদস্যসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

বড় পদে নিয়োগ দিচ্ছে বিকাশ
২২ জানুয়ারি ২০২৬ ০৮:৫১

নিয়োগ দিচ্ছে রূপায়ণ গ্রুপ
২২ জানুয়ারি ২০২৬ ০৮:৪৪

আরো

সম্পর্কিত খবর