নওগাঁ: সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নওগাঁয় বিএনপির স্বতন্ত্র প্রার্থী পারভেজ আরেফিন সিদ্দিকী জনিকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (২১ জানুয়ারি) রাতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত দলীয় প্যাডে তাকে বহিষ্কারের আদেশ দেওয়া হয়। বহিষ্কার চিঠিতে তাকে মহাদেবপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য হিসেবে উল্লেখ করা হয়েছে।
পারভেজ আরেফিন সিদ্দিকী জনি নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে কলস প্রতীকে ভোট করবেন। তিনি সাবেক ডেপুটি স্পিকার আখতার হামিদ সিদ্দিকীর ছেলে।
এদিকে বহিষ্কারের কারণ সুনির্দিষ্টভাবে উল্লেখ না থাকলেও খোঁজ নিয়ে জানা যায়, পারভেজ আরেফিন সিদ্দিকী জনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনে বিএনপির প্রার্থীর বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
তবে কারণ হিসেবে বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠন বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য গঠনতন্ত্র ৫ (গ) ধারা মোতাবেক তাকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার রাত সাড়ে ১১টায় প্রতিক্রিয়া জানতে চাইলে সদ্য বহিষ্কৃত মহাদেবপুর উপজেলা বিএনপির সাবেক সদস্য পারভেজ আরেফিন সিদ্দিকী জনি মোবাইল ফোনে বলেন, এ বিষয়ে আমি এখনো জানি না বা দেখিনি। লোকমুখে শুনেছি। বহিষ্কার একটা চলমান প্রক্রিয়া। আইন অনুযায়ী অবশ্যই বহিষ্কার করবে, যেহেতু আমি ধানের শীষের বিরুদ্ধে ভোট করছি। তবে এখানে প্রার্থী থাকবে, প্রতিদ্বন্দ্বিতা থাকবে। কারণ নির্বাচন গণতান্ত্রিক অধিকার।