Thursday 22 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে জিয়া পরিষদের সদস্যকে গলা কেটে হত্যা, পরে আ.লীগ নেতার বাড়িতে অগ্নিসংযোগে বৃদ্ধার মৃত্যু

ডিস্ট্রিক্ট করেনপন্ডেন্ট
২২ জানুয়ারি ২০২৬ ১২:১৮ | আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ১৩:১১

মৃত রেজাউল করিম

নাটোর: সিংড়ায় উপজেলা জিয়া পরিষদের সদস্য রেজাউল করিমের (৫৩) গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। এর জের ধরে স্থানীয় আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) কর্মীর বাড়িতে অগ্নিসংযোগে তার মায়ের মৃত্যু হয়েছে।

বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে কলম ইউনিয়নের কুমারপাড়ায় নিজ বাড়ির সামনে রেজাউল করিমের গলা কেটে ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

তিনি সিংড়ার বিলহালতি ত্রিমোহনী ডিগ্রি কলেজের ইতিহাস বিভাগের সহকারী অধ্যাপক। এছাড়া রেজাউল করিম কলম ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হায়দার রশিদ রিপনের চাচা।

স্থানীয়রা জানান, নিহত রেজাউল করিমের গলাকাটা মরদেহ উদ্ধারের পর তার বিক্ষুব্ধ স্বজনরা আওয়ামী লীগ কর্মী ওহাব আলীর বাড়িতে অগ্নিসংযোগ করে। সেই আগুনে পুড়ে ওহাব আলীর মা বৃদ্ধা ছাবিহা (৭৫) মারা যান।

বিজ্ঞাপন

সিংড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আ স ম আব্দুন নূর জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ দু’টি নাটোর আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ শুরু করেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর