রাজবাড়ী: রাজবাড়ী-২ আসনের প্রার্থী জাতীয় নির্বাহী কমিটির সদস্য নাসিরুল হক সাবুকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। দলীয় সিদ্ধান্ত অমান্য করে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে বিএনপি।
বুধবার (২১শে জানুয়ারি) রাতে কেন্দ্রীয় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য বিএনপির প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে।
রাজবাড়ী-২আসনে বিএনপির দলীয় প্রার্থী হিসেবে হারুন অর রশিদ হারুন কে ধানের শীষ মনোনয়ন দেওয়া হয়। পরে নাসিরুল হক সাবু দলীয় সিদ্ধান্ত অমান্য করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। যাচাই-বাছাই শেষে তার মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনেও তিনি প্রার্থিতা প্রত্যাহার করেননি। বুধবার তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ‘কলস’ প্রতীক পান।
জানা গেছে, নাসিরুল হক সাবু একজন বীর মুক্তিযোদ্ধা ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য। তিনি জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদকের মতন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সত্তরের দশকে তিনি পাংশা উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক এবং পরবর্তীতে পাংশা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যানও ছিলেন।
তিনি ২০০১ সালের ৮ম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে রাজবাড়ী-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। তিনি ২০০৮ সালের নবম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে রাজবাড়ী-২ আসন থেকে পরাজিত হন। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন। কিন্তু দল থেকে তাকে মনোনয়ন না দেওয়ায় তিনি স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।