Friday 23 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গরু আনতে সীমান্ত পেরিয়ে ভারতে গিয়ে ৩ বাংলাদেশি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২৬ ১৩:৫০

আটক মো. জসিম, জসিমউদ্দিন এবং রাকিবুল ইসলাম।

চাঁপাইনবাবগঞ্জ: সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে গরু আনতে গিয়ে তিন বাংলাদেশি যুবক আটক হয়েছেন।

বুধবার (২১ জানুয়ারি) রাতে ভারতের মুর্শিদাবাদ জেলার জঙ্গিপুর থানা পুলিশ তাদের আটক করে।

আটকরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চরবাগাডাঙ্গা এলাকার মো. জসিম (৩০), জসিমউদ্দিন (৩৭) এবং সুন্দরপুর গ্রামের রাকিবুল ইসলাম (৪২)।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জহুরপুরটেক সীমান্ত দিয়ে প্রায় ৫০ জনের একটি দল অবৈধভাবে ভারতের ভেতরে প্রবেশ করে। তারা ভারতের রঘুনাথগঞ্জ এলাকার মহালদারপাড়া-রামপুর গ্রামে পৌঁছালে ভারতীয় পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় অধিকাংশ ব্যক্তি পালিয়ে আসতে সক্ষম হলেও তিনজনকে আটক করে পুলিশ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুরে আটক তিন যুবককে ভারতের জঙ্গিপুর মহকুমা আদালতে হাজির করা হয়।

এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান জানান, আটক ব্যক্তিরা গরু চোরাচালানের উদ্দেশ্যে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। বর্তমানে তারা ভারতীয় পুলিশের হেফাজতে রয়েছেন। তবে এখন পর্যন্ত তাদের পরিবারের পক্ষ থেকে বিজিবির সঙ্গে কোনো যোগাযোগ করা হয়নি।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর