Friday 23 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারীতে র‍্যাবে’র অভিযানে বিদেশি পিস্তল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৩ জানুয়ারি ২০২৬ ১৭:৪৩ | আপডেট: ২৩ জানুয়ারি ২০২৬ ১৭:৪৪

নীলফামারী: জেলার জলঢাকা উপজেলায় র‍্যাব-১৩ এর বিশেষ অভিযানে একটি অবৈধ বিদেশি পিস্তল উদ্ধার করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে চালানো এ অভিযানে পরিত্যক্ত অবস্থায় অস্ত্রটি জব্দ করা হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) প্রেস ব্রিফিং-এর মাধ্যমে র‍্যাব জানায়, শুক্রবার ভোর রাতে র‍্যাব-১৩ এর সিপিসি-২, নীলফামারী ক্যাম্পের একটি আভিযানিক দল জেলার জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব বালাগ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে জলঢাকা-ডালিয়া সড়কের পাশে মৃত আছির উদ্দিনের ছেলে তোফাজ্জল (৬০) এর বাঁশবাগান থেকে একটি হলুদ রঙের শপিং ব্যাগের ভেতরে রাখা একটি অবৈধ বিদেশি পিস্তল উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

র‍্যাব জানায়, উদ্ধারকৃত অস্ত্রটি পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য জলঢাকা থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

র‍্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধ অস্ত্র উদ্ধারে র‍্যাবের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।