Saturday 24 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিরোজপুরে অসহায়দের মাঝে রেড ক্রিসেন্টের কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ জানুয়ারি ২০২৬ ০৯:৩৪

পিরোজপুর: শীতার্ত অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পিরোজপুর জেলা প্রশাসনের উদ্যোগে এবং বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সহযোগিতায় কম্বল বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেলে পিরোজপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির প্রধান কার্যালয়ের সামনে এ কম্বল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা জনী। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাহী সদস্য রেজাউল হক রিয়াজ, যুব রেড ক্রিসেন্টের সহকারী যুব প্রধান সানজিদা খানমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, শীত মৌসুমে অসহায় ও দুস্থ মানুষের কষ্ট লাঘবে এ ধরনের মানবিক উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা জানান, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়াতে ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

কেমন গেল রিশাদের বিগ ব্যাশ মিশন?
২৪ জানুয়ারি ২০২৬ ০৮:৫৪

আরো

সম্পর্কিত খবর