চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে বিএনপির নির্বাচনি সমাবেশে যাওয়া মিছিলের ভিডিও ধারণের সময় সড়কে পড়ে গিয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। ওই কিশোর একজন ক্ষুদে ফুটবলার ছিলেন বলে স্থানীয়রা জানিয়েছেন।
রোববার (২৫ জানুয়ারি) সকালে নগরীর কোতোয়ালী থানার সিআরবির এলাকার প্রবেশমুখের অদূরে ‘হল টোয়েন্টিফোরের’ সামনে এ ঘটনা ঘটেছে।
নিহত সাইদুল ইসলাম চিশতী (১৩) নগরীর এনায়েত বাজার ডায়াবেটিক হসপিটাল সংলগ্ন এলাকার বাসিন্দা নজরুল ইসলাম বাবুর ছেলে। সাইদুল নগরীর শাহ ওয়ালীউল্লাহ ইনস্টিটিউটের সপ্তম শ্রেণির ছাত্র ছিলেন।
সাইদুলের সহপাঠী বন্ধুরা জানিয়েছেন, সাইদুল বিভিন্ন ক্লাবের হয়ে অনূর্ধ্ব-১৩ ফুটবল টিমে খেলতেন। তার বাবাও চট্টগ্রাম সিটি করপোরেশনে কর্মরত একজন ফুটবলার।
সমাবেশগামী মিছিলটির নেতৃত্বে থাকা কোতোয়ালী থানা ছাত্রদলের সদস্য সচিব ও চিশতীর প্রতিবেশী আবু সুলতান সানি জানান, জেলা স্টেডিয়ামের গেইট থেকে মিছিল নিয়ে সমাবেশস্থল পলোগ্রাউন্ড মাঠের দিকে তারা যাচ্ছিলেন। সাইদুল মিছিলের সামনে বিপরীতমুখী হয়ে হেঁটে হেঁটে ভিডিও ধারণ করছিলেন। এসসয় হঠাৎ পেছনদিকে ঘুরে পড়ে গিয়ে আহত হন।
এরপর দ্রুত তাকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানাকর চিকিৎসক পরীক্ষা করে চিশতীকে মৃত ঘোষণা করেন বলে জানিয়েছেন সানি।
নগর পুলিশের কোতোয়ালী জোনের সহকারী কমিশনার মো. নুরে আল মাহমুদ সারাবাংলাকে বলেন, ‘সমাবেশস্থলের কাছে এক কিশোরের মৃত্যুর খবর শুনেছি। এটা নিছক দুর্ঘটনা বলে আমাদের মনে হচ্ছে। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ আমাদের কাছে করেনি।’