রংপুর: রংপুরের তারাগঞ্জ উপজেলায় দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় আরও একজনকে গ্রেফতার করেছে র্যাব। র্যাবের দাবি, গ্রেফতার মেহেদী হাসান (৩০) এই হত্যাকাণ্ডের ‘মূল পরিকল্পনাকারী’।
রোববার (২৬ জানুয়ারি) রাতে রংপুর র্যাব-১৩-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামীর পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়। এর আগে শনিবার বিকেলে র্যাবের যৌথ অভিযানে ঢাকার শাহবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
মেহেদী হাসান তারাগঞ্জ উপজেলার ফরিদাবাদ এলাকার ইছাহাক আলীর ছেলে। এ নিয়ে ওই হত্যাকাণ্ডের ঘটনায় মোট ১২ জনকে গ্রেফতার করা হলো।
এর আগে গত ১৭ জানুয়ারি পুলিশ আমার বাংলাদেশ (এবি) পার্টির তারাগঞ্জ উপজেলা সদস্যসচিব ইউনুস আলীকে এ মামলায় গ্রেফতার করে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ আগস্ট রাতে মিঠাপুকুর উপজেলার ছড়ান বালুয়া এলাকা থেকে প্রদীপ লাল ও রূপলাল ভ্যান নিয়ে তারাগঞ্জের ঘনিরামপুর গ্রামে রূপলালের বাড়িতে যাচ্ছিলেন। রাত সাড়ে আটটার দিকে সয়ার ইউনিয়নের বুড়িরহাট বটতলা মোড়ে পৌঁছালে চোর সন্দেহে স্থানীয় লোকজন তাদের আটক করে। পরে দফায় দফায় পিটিয়ে তাদের হত্যা করা হয়।
১০ আগস্ট রূপলালের স্ত্রী ভারতী রানী বাদী হয়ে তারাগঞ্জ থানায় অজ্ঞাতনামা ৭০০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন।