Monday 26 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রুমায় বিএনপির প্রার্থী সাচিং প্রু’র নির্বাচনি প্রচার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৬ ১৩:২০

বিএনপির প্রার্থী সাচিং প্রু’র নির্বাচনি প্রচার।

বান্দরবান: পাহাড়ি উপজেলা রুমার প্রত্যন্ত পাড়ায় নির্বাচনি প্রচার চালিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর প্রার্থী রাজপুত্র সাচিং প্রু জেরী।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল ৮টায় দুর্গম পাহাড়ি পথ পেরিয়ে রুমা-রোয়াংছড়ি সীমানাবর্তী খিয়াং জনগোষ্ঠীর খামতাম পাড়া থেকে দিনব্যাপী নির্বাচনি প্রচার শুরু করেন।

এ প্রচারে উপস্থিত ছিলেন বিএনপির নেতা অধ্যাপক মো. ওসমান গনি, সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুস, বিএনপি নেতা মশিউর রহমান মিটনসহ নেতারা। এসময় পাহাড়ি ও বাঙালি সব জনগোষ্ঠীর মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মুখরিত হয়ে ওঠে প্রতিটি পাড়া।

প্রচারকালে রাজপুত্র সাচিং প্রু জেরী বলেন, দীর্ঘদিন ধরে পার্বত্য অঞ্চলের মানুষ উন্নয়ন বঞ্চনা, অধিকার হরণ ও নিরাপত্তাহীনতায় ভুগছে। এসব সমস্যার স্থায়ী সমাধানে পাহাড়ি-বাঙালি সব জনগোষ্ঠীকে সঙ্গে নিয়ে বিএনপি একটি শান্তিপূর্ণ ও উন্নত পাহাড় গড়ার কাজ করে যাবে।

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, বিএনপি অঙ্গীকার করলে তা বাস্তবায়ন করে। নির্বাচিত হলে এ অঞ্চলের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ পিছিয়ে পড়া জনগোষ্ঠীর মৌলিক অধিকার নিশ্চিত করা হবে। একই সঙ্গে পাহাড়ে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা এবং সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করার অঙ্গীকার ব্যক্ত করেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্গম এলাকায় একজন প্রার্থীর সরাসরি এসে কথা বলা তাদের কাছে আশার নতুন আলো জ্বালিয়েছে। তারা আশা করছেন, এবার পাহাড়ের মানুষের কণ্ঠস্বর জাতীয় পর্যায়ে আরও জোরালোভাবে তুলে ধরা হবে।

প্রচার শেষে বিভিন্ন পাড়ায় পথসভা ও গণসংযোগ করেন বিএনপির প্রার্থী। পাহাড়ি ঢোল, বাদ্যযন্ত্র আর স্লোগানে উৎসবমুখর পরিবেশে শেষ হয় দিনের প্রচার।