Monday 26 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পিরোজপুর বিএনপির নির্বাচনি অফিস উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৬ ১৪:৩৮ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ১৪:৩৯

পিরোজপুরে বিএনপির নির্বাচনি অফিস উদ্বোধন

পিরোজপুর: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি কার্যক্রম পরিচালনার লক্ষ্যে পিরোজপুর সদর উপজেলার কৃষ্ণচূড়া মোড়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ৫ নং ওয়ার্ডের নির্বাচনি অফিস উদ্বোধন করা হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে দোয়া মাহফিলের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে অফিসটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও প্রবীণ বিএনপি নেতা এমদাদুল ইসলাম শানুর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির ১ নং যুগ্ম আহ্বায়ক এলিজা জামান, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা বিএনপির সাবেক সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন, জেলা শ্রমিক দলের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম বাতেন এবং জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মাহমুদ হাসান শাহীন।

বিজ্ঞাপন

এছাড়াও জেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দলসহ বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা এবং ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম আরও জোরদার করা হবে। গণমানুষের সমর্থন নিয়ে বিএনপি নির্বাচনি মাঠে শক্ত অবস্থান গড়ে তুলবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ৫ নং ওয়ার্ড বিএনপির সভাপতি এনামুল হক মোল্লা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর