Monday 26 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাটোরে ৩ শ্রমিককে বেঁধে নির্যাতনের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৬ ১৫:১৪ | আপডেট: ২৬ জানুয়ারি ২০২৬ ১৫:১৫

নির্যাতিত শ্রমিক সোহান, বাঁধন ও দুর্জয়

নাটোর: অসুস্থতার কারণে কাজ করতে রাজি না হওয়ায় নাটোরে একটি ইট ভাটার তিন শ্রমিককে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে মালিক পক্ষের বিরুদ্ধে।

রোববার (২৫ জানুয়ারি) নাটোর সদর উপজেলার হাগুরিয়া এলাকায় অবস্থিত এসডিসি ব্রিকস নামে ইট ভাটায় এই ঘটনা ঘটে।

শ্রমিকদের অভিযোগ, ইট ভাটায় কর্মরত সোহান, বাঁধন ও দুর্জয় নামে ৩ শ্রমিক অসুস্থতার কারণে রোববার সকালে কাজ করতে অপরাগতা প্রকাশ করে। পরে তারা বাড়ি ফিরে যাওয়ার সময় মালিক পক্ষের লোকজন তাদের ধরে ভাটায় নিয়ে যায়। এরপর হাত-পা বেঁধে ঘরে বন্দি করে বেধড়ক পিটিয়ে জখম করে।

পরে, নির্যাতিতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করেছে অন্য শ্রমিকেরা।

বিজ্ঞাপন

তবে, ভাটা মালিক জালাল উদ্দিন দুলাল নির্যাতনের বিষয় অস্বীকার করে বলেছেন, শ্রমিকেরা নিজেদের মাঝে মারামারি করে এমনটা ঘটিয়েছে।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর