পাবনা: পাবনা সদর উপজেলার ভাড়ারায় পদ্মা নদীর বালুমহালে অভিযান চালিয়েছে পুলিশ। এসময় ৪ জনকে আটক করা হয়েছে। এছাড়াও ৭টি বাল্বগেট ও ৩টা ড্রেজার জব্দ করা হয়েছে।
সোমবার (২৬ জানুয়ারি) ভাড়ারা ইউনিয়নের দড়ি ভাউডাঙ্গা পদ্মা নদীতে এই অভিযান চালানো হয়।
বিষয়টি নিশ্চিত করে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার রেজিনূর রহমান জানান, কয়েকদিন ধরে অবৈধভাবে পদ্মা নদীতে বালু উত্তোলন করছিল একটি চক্র। খবর পেয়ে জেলা পুলিশ অভিযান চালিয়েছে। এসময় ৪ জনকে আটক করা হয়েছে। এছাড়াও বেশকিছু বাল্বগেট ও ড্রেজার জব্দ করা হয়েছে।
তিনি আরও জানান, এখনও অভিযান অব্যাহত রয়েছে। ভ্রাম্যমাণ আদালতে তাদের সোপর্দ করা হবে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।