Monday 26 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অর্থাভাবে চিকিৎসা বন্ধ, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে তামিম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৬ জানুয়ারি ২০২৬ ২১:৩৮

শিশু তামিম ইসলাম।

নীলফামারী: জেলার ডোমার উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম চিকনমাটি (নাওয়াপাড়া) এলাকার অসহায় দরিদ্র পরিবারের ৭ বছরের শিশু তামিম ইসলাম জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দিন পার করছেন। অর্থাভাবে তার প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছেন না বাবা-মা।

কিছুদিন আগে খাবার খেতে গেলে তামিমের প্রচণ্ড কষ্ট হতো, এরপর গলায় ব্যথা অনুভূত হয়। পরে স্থানীয় চিকিৎসকের কাছে নেওয়া হলে তার গলায় প্রথমে টনসিল ধরা পড়ে। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই টনসিল এখন ভয়ংকরভাবে টিউমারে রূপ নিয়েছে।

পরবর্তীতে তাকে রংপুরে নিয়ে গিয়ে বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে দেখানো হলে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা দ্রুত অপারেশনের মাধ্যমে চিকিৎসা করার পরামর্শ দেন। চিকিৎসকদের মতে, দেরি হলে শিশুটির জীবন ঝুঁকির মুখে পড়তে পারে। তামিমের অপারেশনের জন্য প্রায় ১ লাখ টাকা প্রয়োজন।

বিজ্ঞাপন

কিন্তু তামিমের বাবা আব্দুল মোতালেব একজন পা চালিত ভ্যান চালক। অতি সীমিত দিনমজুরির আয়ে স্ত্রী ও তিন সন্তানসহ পাঁচ সদস্যের সংসার কোনোরকমে চালিয়ে যাচ্ছেন তিনি। তামিমের মা হুসনে আরা একজন গৃহিণী সেইসঙ্গে বুদ্ধিপ্রতিবন্ধী। সীমিত আয়ের এই পরিবারটির পক্ষে এত বিপুল অঙ্কের টাকা জোগাড় করা একেবারেই অসম্ভব।

একমাত্র সন্তানকে বাঁচাতে এখন সমাজের বিত্তবানদের ওপর ভরসা করে দিন কাটাচ্ছেন বাবা-মা। ছেলের চিকিৎসার জন্য দ্বারে দ্বারে ঘুরছেন তারা। চোখের পানি আর বুকভরা অসহায়ত্ব নিয়ে সমাজের হৃদয়বান ও দানশীল ব্যক্তিদের কাছে আর্থিক সহায়তার আবেদন জানিয়েছেন তারা।

আর্থিক সহায়তা পাঠাতে বিকাশ/নগদ (পার্সোনাল) নম্বর- 013001475

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর