Monday 26 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত বাংলাদেশের পাশে ছিল, ভবিষ্যতেও থাকবে—সিলেটে সহকারী হাইকমিশনার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৬ ০১:১২ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ০১:১৪

সিলেট: সিলেটে নিযুক্ত ভারতের সহকারী হাইকমিশনার শ্রী অনিরুদ্ধ দাস ভারতের প্রজাতন্ত্র দিবসের ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরে বলেছেন, ১৯৫০ সালের ২৬ জানুয়ারি ভারত একটি সার্বভৌম ও গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে। ভারত-বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘদিনের, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ভারতের অবদান এবং বর্তমান সময়ে দুই দেশের ক্রমবর্ধমান সহযোগিতার হাত প্রসারিত রয়েছে। ভৌগোলিক নিকটতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের কারণে দুই দেশ একে অপরের গুরুত্বপূর্ণ অংশীদার। দুই দেশের তরুণ সমাজ, অর্থনৈতিক সম্ভাবনা ও আঞ্চলিক সহযোগিতা দক্ষিণ এশিয়ার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভারত একটি শান্তিপূর্ণ, স্থিতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে।

বিজ্ঞাপন

সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় নগরীর দরগাহ গেট এলাকায় একটি অভিযাত হোটেলে সিলেটে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের উদ্যোগে ভারতের ৭৭তম প্রজাতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

সিলেটের জেলা প্রশাসক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, সাংবাদিক, সংস্কৃতিকর্মীসহ সমাজের বিভিন্ন অঙ্গনের প্রতিনিধিদের অংশগ্রহণে অনুষ্ঠানটি মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, এ ধরনের আয়োজন দুই দেশের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া ও বন্ধন আরও সুদৃঢ় করে। তারা সিলেটে ভারতীয় সহকারী হাইকমিশনের এ উদ্যোগকে সময়পোযোগী ও প্রশংসনীয় বলে মন্তব্য করেন।

এর আগে সোমবার সকালে নগরীর শাহজালাল উপশহরে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশন প্রাঙ্গণে একটি সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সিলেটের বিভিন্ন মেডিকেল কলেজে অধ্যয়নরত ভারতীয় শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। এ আয়োজনে যোগব্যায়াম ও ধ্যান কর্মসূচির পাশাপাশি দেশাত্মবোধক সংগীত পরিবেশন করা হয়, যা অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ ও দেশপ্রেমের আবহ তৈরি করে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর