পটুয়াখালী: পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনে আসনের বিএনপির জোট প্রার্থী গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, দেশি-বিদেশি শক্তি নির্বাচনকে বানচাল করতে চায়। এসব শক্তির সঙ্গে আঁতাত করে স্বতন্ত্র প্রার্থী অরাজক পরিবেশ সৃষ্টি করছে। প্রশাসন ও নির্বাচন কমিশন যদি কঠোর হাতে পরিবেশ নিয়ন্ত্রণ না করতে পারে তাহলে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠান নিয়ে শঙ্কা রয়েছে।
নির্বাচনি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনায় মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে গলাচিপা উপজেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এ সময় তিনি তার সমর্থকদের ওপর প্রতিপক্ষের হামলার ও হুমকি ধামকির অভিযোগ করেন। প্রতিপক্ষের এ ধরনের আচরণে তার কর্মীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও দাবি করেন তিনি। এলাকায় শান্তি রক্ষার্থে এবং সাধারণ ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট দিতে পারে তাই পরিস্থিতি উত্তপ্ত না করে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে তিনি তার নেতাকর্মীদের নির্দেশ দিয়েছেন। নির্বাচন সুষ্ঠু করতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে উপজেলা বিএনপি ও গণধিকার পরিষদের নেতারা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।