Tuesday 27 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় ১ ও ২ আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৬ ১৭:৪০

প্রতীক বরাদ্দ দেওয়া হচ্ছে।

পাবনা: হাইকোর্টের রায়ের পর পাবনা-১ ও পাবনা-২ সংসদীয় আসনে আগের সীমানা পুনর্বহাল হওয়ায় নির্বাচনে অংশগ্রহণকারী দলগুলো ও স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে। পাবনা-১ আসন থেকে ৪ জন এবং ২ আসন থেকে ৫ জন নির্বাচন করছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ে কনফারেন্স হলরুমে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার ড. শাহেদ মোস্তফা।

পাবনা-১ (সাঁথিয়া) আসনে মনোনয়ন দাখিল করেছিলেন ৭ জন। এর মধ্যে বিএনপি সমর্থিত দুইজন সাবেক তথ্য প্রতিমন্ত্রী অধ্যাপক আবু সাঈদ ও খাইরুন নাহার খানম তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নেন। সর্বশেষ যারা নির্বাচনে অংশগ্রহণ করছেন তারা হলেন, বিএনপির প্রার্থী শামসুর রহমান, জামায়ত ইসলামী থেকে সাবেক আমির প্রয়াত মতিউর রহমানের ছেলে নাজিবুর রহমান মমিন, স্বতন্ত্র মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচন করছেন তাজুল ইসলাম, হাতপাখা প্রতীকে ইসলামী আন্দোলনের প্রার্থী আব্দুল গনি ।

বিজ্ঞাপন

অন্যদিকে, পাবনা-২ (সুজানগর ও বেড়া) আসনে নির্বাচন করছেন বিএনপির প্রার্থী এ কে এম সেলিম রেজা হাবিব, জামায়াত ইসলাম থেকে মোঃ হেসাব উদ্দিন, জাতীয় পার্টির মেহেদী হাসান রুবেল, ইসলামী আন্দোলনের আফজাল হোসেন খান কাসেমী, গণফোরামের প্রর্থী শেখ নাসির উদ্দিন।

প্রতীক বরাদ্দের পর প্রার্থী ও সমর্থকদের নিয়ে নির্বাচনের আচরণ বিধিমালা সম্পর্কে মতবিনিময় করেন জেলা রিটার্নিং অফিসার।

এর আগে (২১ জানুয়ারি) পাবনা ৩,৪ ও ৫ আসনের প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর