Tuesday 27 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণে ইমাম সম্মেলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৬ ১৮:৪৭

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে গণভোটের প্রচার ও ভোটারদের সচেতন ও উদ্বুদ্ধ করার লক্ষ্যে সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে ‘চাঁপাইনবাবগঞ্জ মঞ্চ’ এ জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে এই সম্মেলন হয়।

ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো. গোলাম মোস্তফার সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি ছিলেন চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. শাহাদাত হোসেন মাসুদ।

বিশেষ অতিথি ছিলেন, জেলায় স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উজ্জ্বল কুমার ঘোষ, সিভিল সার্জন ডা. এ. কে. এম. শাহাব উদ্দীন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফ আফজাল রাজন, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক (ঢাকা) মো. জাকির হোসেন প্রমুখ, অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ।

বিজ্ঞাপন

এ সম্মেলনে জেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিবরা অংশগ্রহণ করেন। শেষে দেশের সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর