Tuesday 27 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বগুড়ায় দেশীয় মদসহ গ্রেফতার ২

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৬ ১৯:২২ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ১৯:৫৪

দেশীয় মদসহ আসামিরা। ছবি: সংগৃহীত

বগুড়া: জেলার শেরপুর উপজেলায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে ১২ বোতল দেশীয় মদসহ ২জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) মধ্যরাতে উপজেলার রামচন্দ্রপুর বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন শেরপুর সেনা ক্যাম্পের মেজর শাহরুখ। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরে শেরপুর সেনাবাহিনী ক্যাম্প বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন-শেরপুর রামচন্দ্রপুর বাজার এলাকার রাজিব বাশফোর ও হৃদয় বাশফোর। এসময় উদ্ধারকৃত ১২ বোতল মদসহ প্রায় ২ হাজার পিস নতুন খালি মদের বোতল উদ্ধার করা হয়। সেগুলোতে অবৈধভাবে মদ বাজারজাত করার প্রস্তুতি চলছিল। শেরপুর সেনাক্যাম্প জানায়, গ্রেফতাররা ব্যক্তিদের শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

ঢাকায় শুরু হলো এপিএএন সম্মেলন
২৭ জানুয়ারি ২০২৬ ২০:০১

আরো

সম্পর্কিত খবর