Tuesday 27 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তিন হত্যাসহ ১২ মামলার আসামি সোহাগ ফের গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৬ ১৯:৪৬

গ্রেফতার আসামি সোহাগ সরকার । ছবি: সংগৃহীত

বগুড়া: জেলায় তিনটি হত্যাসহ ১২ মামলার আসামি সোহাগ সরকারকে (৪৩) ফের গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) ভোরে র‌্যাব-১২ বগুড়ার একটি দল শহরের চকসুত্রাপুর কসাইপাড়ার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার সোহাগ সরকার বগুড়া শহরের চকসুত্রাপুর কসাইপাড়ার মজিবর রহমানের ছেলে। তিনি বগুড়া শহরের আলোচিত যুবলীগ নেতা ও সাবেক পৌর কাউন্সিলর আব্দুল মতিন সরকার এবং শ্রমিক লীগ নেতা তুফান সরকারের ভাই। এর আগে ২০২৪ সালের ২ ডিসেম্বর তিনি নিজ বাড়ি থেকে গ্রেফতার হয়েছিলেন। পরে জামিনে মুক্ত হন।

জানা যায়, সোহাগ সরকারের বিরুদ্ধে ৫ আগস্টের পর দুটি হত্যা মামলা রয়েছে। এছাড়া এর আগে আরও একটি হত্যা মামলা, বিস্ফোরক দ্রব্য আইনের মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে।

বিজ্ঞাপন

র‌্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার ফিরোজ আহমেদ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে বিস্ফোরক ও অন্যান্য একাধিক মামলার তদন্তে সন্দেহভাজন আসামি হিসেবে সোহাগ সরকারকে গ্রেফতার করা হয়েছে। আইনগত ব্যবস্থা নিতে তাকে বগুড়া সদর থানায় হস্তান্তর করা হয়।