নীলফামারী: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংবদ নির্বাচনে নীলফামারী-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য প্রার্থী অ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতিফ’র সমর্থনে নির্বাচনি মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলে অংশ নেন রাকসুর সাবেক ভিপি মোস্তাকুর রহমান জাহিদ।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ১০ দলীয় জোটের উদ্যোগে মিছিলটি নীলফামারী জেলা জামায়াতের কার্যালয় থেকে শুরু করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
আয়োজিত এ মিছিলে জেলা সদর উপজেলার জামায়াত সমর্থিত প্রায় ২০ হাজার নেতাকর্মী অংশ নেন বলে আয়োজকদের দাবি।
মিছিলে জামায়াতের জোটভুক্ত বিভিন্ন দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন। এ সময় তারা দলীয় স্লোগান দেন এবং নির্বাচনে জনগণের সমর্থন কামনা করেন।
মিছিল শেষে সংক্ষিপ্ত বক্তব্যে বক্তারা বলেন, নীলফামারী সদর আসনে পরিবর্তনের পক্ষে জনমত গড়ে উঠেছে। তারা আশা প্রকাশ করেন, আসন্ন নির্বাচনে জনগণ তাদের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করবে।
এদিকে, ১৯৯১ সাল থেকে বিগত ৩৫ বছর পর এই প্রথমবারের মত জেলা জামায়াতের উল্লেখযোগ্য নির্বাচনি মিছিল করেছে দলটির নেতা-কর্মীরা বলে মন্তব্য করছেন স্থানীয়রা।