Tuesday 27 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে হাঁস পালন নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষ, আহত ১০

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৬ ২২:১৮ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ২৩:৫৯

মঈনপুর ও আলমপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ।

সুনামগঞ্জ: হাঁস পালনকে কেন্দ্র করে জেলার ছাতক উপজেলার মঈনপুর ও আলমপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে আলমপুর হাওর এলাকায় এ সংঘর্ষ ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আলমপুর হাওরে মঈনপুর গ্রামের লোকজনের হাঁস রাখাকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে উত্তেজনা বাড়লে তা সংঘর্ষে রূপ নেয়। এতে দুই গ্রামের কয়েক শতাধিক মানুষ সংঘর্ষে জড়িয়ে পড়েন।

সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের লোকজন বাঁশ, লাঠিসোঁটা নিয়ে ঘণ্টাব্যাপী ধাওয়া-পালটা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপ করে। এতে উভয় পক্ষের বহু মানুষ আহত হন।

বিজ্ঞাপন

আহতদের মধ্যে আকিক নামের একজনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্য আহতদের কৈতকসহ আশপাশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, ‘পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। নতুন করে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর