Tuesday 27 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধানের শীষ গণমানুষের ভাগ্য উন্নয়নের প্রতীক: শামা ওবায়েদ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জানুয়ারি ২০২৬ ২২:৩২ | আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬ ২২:৩৩

ফরিদপুর-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম।

ফরিদপুর: বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও ফরিদপুর-২ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, ধানের শীষ এ দেশের গণমানুষের ভাগ্য উন্নয়নের প্রতীক। গত ১৭ বছর আমাদের ভোটাররা ভোট দিতে পারে নাই। এবার তারা উৎসবমুখরভাবে ভোট দিতে পারবে। আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে ১২ তারিখে ধানের শীষে ভোট দিয়ে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করুন।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের জয়ঝাপ কমিউনিটি ক্লিনিক সংলগ্ন মাঠে ৬ নম্বর ওয়ার্ড বিএনপি আয়োজিত নির্বাচনি উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

শামা ওবায়েদ বলেন, আমরা সমাজের শান্তি চাই। সবাই মিলেমিশে থাকবেন, ঐক্যবদ্ধ থাকবেন। কোনো ধরনের মারামারি ও সংঘর্ষে কেউ জড়াবেন না। আমি আপনাদের পাশে আছি এবং থাকব।

আব্দুল কুদ্দুছ খানের সভাপতিত্বে ও সালথা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট গোলজার হোসেন মৃধা, সালথার বর্ষীয়ান রাজনীতিবিদ ও গট্টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইমামুল হোসেন তারা মিয়া, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ওয়াহিদুজ্জামান, গট্টি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খন্দকার রেজাউর রহমান চয়ন মিয়া, গট্টি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম, বিএনপি নেতা বিল্লাল মাতুব্বর, নুরু মাতুব্বর, ইব্রাহিম মোল্যা, সায়েম মিয়া টিটন, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইমরান নাজিরসহ বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর