নাটোর: শহরে পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডে সিরাজুল ইসলাম নামে এক ট্যাংক লরিচালক দগ্ধ হয়েছেন। তাকে উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে শহরের হাফরাস্তা এলাকায় অবস্থিত নাটোর পেট্রোলিয়াম ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
পাম্প কর্তৃপক্ষ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই সময় একটি ট্যাংক লরি থেকে রিজার্ভারে জ্বালানি তেল খালাসের কাজ চলছিল। হঠাৎ করে সেখানে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়লে পাম্প এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পাম্পের কর্মীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে।
নাটোর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুর রউফ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তেল খালাসের সময় সিগারেটের আগুন অথবা আশপাশের কোনো উৎস থেকে আগুনের স্ফুলিঙ্গ উড়ে এসে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।