Wednesday 28 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাতক্ষীরায় ছাত্রদলের ৮ নেতা বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ জানুয়ারি ২০২৬ ১৯:৪৭

সাতক্ষীরা: দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনি কার্যক্রমে অংশ নেওয়ায় সাতক্ষীরার কালীগঞ্জ ও আশাশুনি উপজেলা ছাত্রদলের শীর্ষ ৮ নেতাকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) কেন্দ্রীয় দফতরের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়। ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন।

বহিষ্কারাদেশ প্রাপ্ত নেতারা হলেন- কালীগঞ্জ উপজেলার আহ্বায়ক আবু ফরহাদ সাদ্দাম, যুগ্ম আহ্বায়ক বাপ্পী হোসেন, আব্দুল্লাহ আল মামুন, অলিউর রহমান এবং সদস্য সচিব শেখ পারভেজ ইসলাম।

বিজ্ঞাপন

আশাশুনি উপজেলার আহ্বায়ক মো. ইয়াসির আরাফাত পলাশ, যুগ্ম আহ্বায়ক মিরাজ হোসেন এবং সদস্য সচিব মো. সবুজ হোসেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপি মনোনীত ‘ধানের শীষ’ প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে নির্বাচনি কার্যক্রমে অংশগ্রহণ করার সুনির্দিষ্ট ও প্রমাণিত অভিযোগের ভিত্তিতে তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

একইসঙ্গে সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত নেতাদের সঙ্গে কোনো ধরনের সাংগঠনিক সম্পর্ক না রাখার কঠোর নির্দেশনাও দেওয়া হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দফতর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম সই করা এক বার্তায় এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর