বান্দরবান: বান্দরবান ৩০০ নম্বর আসনের বিএনপি প্রার্থী সাচিংপ্রু জেরীর সমর্থনে পথসভা করেছে বান্দরবান জেলা বিএনপি।
বুধবার (২৮ জানুয়ারি) বান্দরবান শহরের গুরুত্বপূর্ণ সড়কে এ পথসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা।
পথসভায় জাবেদ রেজা বলেন, দীর্ঘদিন ধরে পাহাড়ের মানুষ অবহেলা ও বঞ্চনার শিকার। জনগণের ভোটাধিকার ও মৌলিক অধিকার পুনরুদ্ধারে বিএনপি কাজ করে যাচ্ছে।
তিনি বলেন, পাহাড়ি-বাঙালি সকল জনগোষ্ঠীর আশা-আকাঙ্ক্ষার প্রতীক হচ্ছেন বিএনপি প্রার্থী সাচিংপ্রু জেরী। তাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় এলে পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও টেকসই উন্নয়ন নিশ্চিত করা হবে। শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের মাধ্যমে বান্দরবানকে একটি আধুনিক ও সমৃদ্ধ জেলায় পরিণত করা হবে।
পথসভা শেষে জেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শহরের বিভিন্ন এলাকায় সাচিংপ্রু জেরীর পক্ষে লিফলেট বিতরণ করেন।
পথসভা ও লিফলেট বিতরণকালে বান্দরবান জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজার নেতৃত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক বাবু লুসাই মং, যুগ্ম-আহ্বায়ক জসিম উদ্দিন তুষার, যুগ্ম-আহ্বায়ক আবিদুর রহমান, যুগ্ম-আহবায়ক বাবু রিটল বিশ্বাস জেলা বিএনপির সদস্য নুরুল ইসলাম, সরোয়ার জামান, শাহাদাত হোসেন জনি, চনুমং মারমা, সেলিম রেজা,মাওসেতুং তঞ্চঙ্গ্য, অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, অ্যাডভোকেট উম্যাসিং মারমা, মো. ইউনুচসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা।