Thursday 29 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বিএনপি প্রার্থীর নির্বাচনি প্রচারে ‘ভিক্ষুক দল’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৬ ০৮:৩৮ | আপডেট: ২৯ জানুয়ারি ২০২৬ ০৮:৪১

লালমনিরহাট: লালমনিরহাট সদর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ আসাদুল হাবিব দুলুর পক্ষে নির্বাচনি প্রচারে অংশ নিয়ে ব্যতিক্রমধর্মী মিছিল করেছেন স্থানীয় এক দল ভিক্ষুক।

বুধবার (২৮ জানুয়ারি) লালমনিরহাট শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে তারা ‘ধানের শীষ’ প্রতীকের পক্ষে মিছিল বের করে ভোটারদের কাছে সমর্থন কামনা করেন। তাদের এই ভিন্নধর্মী প্রচারে এলাকাজুড়ে কৌতূহল ও আলোচনার সৃষ্টি হয়।

এ সময় তারা বলেন, দীর্ঘদিন ধরে আসাদুল হাবিব দুলু সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছেন এবং দুঃস্থ ও অসহায় মানুষের খোঁজখবর রাখছেন।

মিছিলে অংশ নেওয়া এক ভিক্ষুক বলেন, “আমরা গরিব মানুষ। অনেক নেতা আসে, কিন্তু খবর নেয় না। দুলু ভাই আমাদের খোঁজ রাখেন, তাই আমরা তার পাশে আছি।”

বিজ্ঞাপন

তাদের দাবি, তারা কোনো প্ররোচনায় নয়, স্বতঃস্ফূর্তভাবেই দুলুর প্রতি ভালোবাসা ও সমর্থন জানাতে এই মিছিল করেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর