Thursday 29 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঘরের ছেলে তারেক রহমানকে বরণে প্রস্তুত বগুড়ার মঞ্চ

স্পেশাল করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৬ ১৯:০১

আলতাফুন্নেছা খেলার মাঠে সমাবেশ মঞ্চ

বগুড়া: দীর্ঘ প্রায় ১৯ বছর পর বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে পিতৃভূমি বগুড়ায় আসছেন বগুড়া-৬ আসনের প্রার্থী বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। ঘরের ছেলেকে বরণে তাইতো উন্মুখ হয়ে আছেন বগুড়াবাসী। শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে প্রস্তুত করা হয়েছে সমাবেশের মঞ্চ। আয়াজনের কোনো কমতি রাখা হয়নি বলে জানিয়েছেন আয়োজকরা।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে সরেজমিনে দেখা যায়, বগুড়া শহরের আলতাফুন্নেছা খেলার মাঠে প্রস্তুত করা হয়েছে তারেক রহমানের সমাবেশের মঞ্চ। সমাবেশকে কেন্দ্র করে খেলার মাঠ ও আশপাশ এলাকায় ব্যাপক আইন-শৃঙ্খলার সদস্য তৎপরতা দেখা গেছে।

তারেক রহমানের উদ্যোগে নির্মিত রাস্তাঘাটসহ সকল অবকাঠামো সাজানো হয়েছে নতুন সাজে। নেতাকর্মীরা অধীর আগ্রহে আছেন তাদের প্রিয় নেতা ও বগুড়ার সন্তানকে বরণ করতে।

বিজ্ঞাপন

১৯ বছর আগে দলের সিনিয়র মহাসচিব হিসেবে তারেক রহমান বগুড়ায় এসেছিলেন। প্রায় দুই দশক পর দলের শীর্ষ নেতা হয়ে আবারও আসছেন বগুড়ায়। তাকে স্বাগত জানাতে প্রস্তুত বগুড়াবাসী।

নির্বাচনি আচরণবিধি মেনে সাজানো হয়েছে তার সফরের অনুষ্ঠান সূচি। ১৯ বছর পর নিজ জেলায় আগমন তাও আবার নির্বাচনি প্রচারের মাধ্যমে। তার নির্বাচনি এলাকা বগুড়া-৬ আসনে তারেক রহমান যে ভোট পাবেন তা ইতিহাস সৃষ্টি করবে প্রত্যাশা বিএনপি নেতাদের।

বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা জানান, দলের চেয়ারম্যান তারেক রহমান রাজশাহীর সমাবেশের বক্তব্য শেষে নওগাঁ উদ্দেশ্য রওনা দিয়েছেন বলে জানা গেছে। সেখানে বক্তব্য শেষে আসার পথে বগুড়ার দুপচাঁচিয়া ও কাহালুতে পথসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এরপর রাত আনুমানিক ৮টার পর বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে নির্বাচনি জনসভায় ভাষণ দেবেন তিনি।

তারেক রহমানের আগমনকে ঘিরে বগুড়ায় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তার এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ, বিএনপি চেয়ারম্যান হিসেবে দলের নির্বাচনি অঙ্গীকারগুলো বগুড়ার জনসমক্ষে তুলে ধরবেন তিনি।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর