Thursday 29 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বহিষ্কার নয়, ভোটের লড়াইয়ে আসুন: মহিউদ্দিন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৬ ২০:৪৪

স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মো. মহিউদ্দিন

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জ-৩ (মুন্সীগঞ্জ-গজারিয়া) আসনের ফুটবল প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মো. মহিউদ্দিন বলেছেন, বহিষ্কার নয়, ভোটের লড়াইয়ে আসুন—জনগণই শেষ কথা বলবে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বিকেলে মুন্সীগঞ্জ শহরের সুপার মার্কেট চত্বর নির্বাচনি শোডাউন শেষে তিনি এসব কথা বলেন।

মো. মহিউদ্দিন বলেন, নেতাকর্মীদের বহিষ্কার করে মাঠ ফাঁকা করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু জনগণকে বহিষ্কার করা যায় না। ভোটের মাধ্যমেই প্রকৃত শক্তির প্রমাণ হবে।

তিনি ধানের শীষের প্রার্থী কামরুজ্জামান রতনের উদ্দেশে বলেন, প্রশাসন কিংবা ভয়ভীতি দেখিয়ে নয়, আসুন আমরা গণতান্ত্রিকভাবে ভোটের লড়াইয়ে নামি।

বিজ্ঞাপন

এ সময় সমাবেশে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটি থেকে সদ্য পদত্যাগকারী নেতা আতাউর হোসেন বাবুল, কাজী আবু সুফিয়ান, শাহাদাত হোসেন সরকার, মো. মাহবুবুর রহমান খান, শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহবুব আলম স্বপন, মো. আব্দুল মতিন, সাবেক জেলা ছাত্রদলের সভাপতি মো. সাইদুর রহমান, মো. শাহীন মিয়া, জেলা যুবদলের সাবেক সদস্য সচিব মো. মাসুদ রানা, রামপাল ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মিল্লাত হোসেন, চরকেওয়ার ইউনিয়ন বিএনপি নেতা মো. মনির হোসেন মিজি, মো. জন্টু মিজিসহ আরও অনেক নেতাকর্মী।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর