Thursday 29 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জামায়াত প্রার্থী শিশির মনিরের গাড়ি ভাঙচুর

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জানুয়ারি ২০২৬ ২২:৩৯

জামায়াত প্রার্থী শিশির মনিরের নির্বাচনি প্রচারের গাড়ি ভাঙচুর। ছবি: সংগৃহীত

সুনামগঞ্জ: সুনামগঞ্জ-২ আসনের জামায়াত প্রার্থী শিশির মনিরের নির্বাচনি প্রচারের গাড়ি ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) রাতে দিরাইয়ের তাড়ল এলাকায় এই ঘটনা ঘটে।

দিরাই থানা পুলিশ জানায়, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতে সুনামগঞ্জ-২ আসনের জামায়াতের প্রার্থী শিশির মনিরের নির্বাচনী প্রচার শেষে তার প্রচারের গাড়িটি দিরাইয়ের তাড়ল এলাকায় আসা মাত্র দুটি মোটরসাইকেল হেলমেট পরিহিত অবস্থায় এসে শিশির মনিরের নির্বাচনি প্রচারের গাড়ি ভাঙচুর করে।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) এনামুল হক বলেন, দিনব্যাপী নির্বাচনি প্রচারণা শেষে যখন জামায়াত প্রার্থী শিশির মনিরের নির্বাচনি প্রচারের গাড়িটি দিরাইয়ের তাড়ল এলাকায় এলে দুর্বৃত্তরা ভাঙচুর করে। তবে দুর্বৃত্তরা হেলমেট পড়া থাকায় তাদের শনাক্ত করা সম্ভব হয়নি। আসামিদের ধরতে অভিযান চলছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর