Thursday 29 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিখোঁজের ৩ দিন পর ডোবা থেকে পোল্ট্রি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২৬ ০০:৩৮

পোল্ট্রি ব্যবসায়ী আজিমুল কাদের ভূঁইয়া।

নরসিংদী: জেলার বেলাব উপজেলায় নিখোঁজের ৩ দিন পর বস্তাবন্দি অবস্থায় আজিমুল কাদের ভূঁইয়া (৪০) নামের এক পোল্ট্রি ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার বাজনা ইউনিয়নের বীর বাঘবের এলাকার একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ওই ব্যবসায়ী বীর বাঘবের গ্রামের মৃত মান্নান ভূঁইয়ার ছেলে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

পরিবারের বরাত দিয়ে পুলিশ জানায়, গত মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাত আনুমানিক ৮টার দিকে আজিমুল কাদের ভূঁইয়া নিজ পোল্ট্রি খামার থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছিল না।

বিজ্ঞাপন

পরদিন বুধবার (২৮ জানুয়ারি) তার ভাগ্নে মো. উমর ফারুক বেলাবো থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে আজ সন্ধ্যার পর স্থানীয়রা এলাকার একটি ডোবায় একটি মরদেহ দেখতে পেয়ে বেলাব থানা পুলিশকে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বস্তাবন্দি অবস্থায় মরদেহটি উদ্ধার করে।

সরেজমিনে গিয়ে জানা যায়, নিখোঁজ হওয়ার প্রায় ১৫ দিন আগে আজিমুল কাদের ভূঁইয়া তার খামারে কাজের জন্য দুইজন শ্রমিক নিয়োগ দিয়েছিলেন। তাদের একজনের নাম রুবেল হলেও অপরজনের পরিচয় সম্পর্কে কোনো তথ্য জানা যায়নি। নিহতের পরিবার কিংবা এলাকাবাসী কেউই ওই শ্রমিকদের নাম-ঠিকানা জানেন না। নিখোঁজের পর থেকে খামারের ওই দুই শ্রমিককেও পাওয়া যাচ্ছে না। পাশাপাশি খামারে থাকা সব মুরগি উধাও হয়ে গেছে। এতে করে ঘটনাটি আরও রহস্যজনক হয়ে উঠেছে বলে মনে করছেন স্থানীয়রা।

এ বিষয়ে বেলাবো থানার ওসি (তদন্ত) নাসির উদ্দিন বলেন, জিডির পর থেকেই বিষয়টি তদন্ত করা হচ্ছিল। মরদেহ উদ্ধার হওয়ায় সেটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে। তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর