Friday 30 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জানুয়ারি ২০২৬ ১১:৩৩

স্বাস্থ্য কমপ্লেক্সে দুদকের অভিযান। ছবি: সংগৃহীত

রাজবাড়ী: চিকিৎসাসেবা প্রদানে হয়রানি ও নানাবিধ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে ছদ্মবেশে রাজবাড়ী জেলার পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুর্নীতি দমন কমিশন (দুদক) অভিযান পরিচালনা করেছে।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের একটি টিম পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এনফোর্সমেন্ট অভিযান পরিচালনা করে। অভিযানে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ফরিদপুরের সহকারী পরিচালক মোস্তাফিজ ও সহকারী পরিদর্শক মোঃ শামীম সহ অন্যান্য কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

দুদক সূত্রে জানা গেছে, অভিযানকালে এনফোর্সমেন্ট টিম প্রথমে ছদ্মবেশে পাংশা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, প্যাথলজি বিভাগ, স্টোররুম, ওষুধ বিতরণ ব্যবস্থা ও রান্নাঘর সরেজমিনে পরিদর্শন করে। এরপর হাসপাতালে চিকিৎসাসেবা নিতে আগত রোগীদের সঙ্গে কথা বলে কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের সেবার মান, সরবরাহকৃত ওষুধের প্রাপ্যতা এবং রোগীদের জন্য সরবরাহকৃত খাবারের মান সম্পর্কে তথ্য সংগ্রহ করে।

বিজ্ঞাপন

উপস্থিত রোগী ও রোগীদের অ্যাটেনডেন্টদের সঙ্গে কথা বলে দুদক টিম জানতে পারে, প্রেসক্রিপশনে উল্লেখিত সব ওষুধ তারা পাচ্ছেন না। এ সময় দুদক টিম কর্তৃক হাসপাতালের ওষুধের স্টক ও বিতরণ সংক্রান্ত রেজিস্টার সংগ্রহ করে পর্যালোচনা করা হয়, যেখানে একাধিক অনিয়মের চিত্র উঠে আসে।

দুদক টিমের পরিদর্শনকালে হাসপাতালের হিসাব ক্লার্ক কর্তৃক সরকার নির্ধারিত হারের চেয়ে অতিরিক্ত ইউজার ফি গ্রহণের সত্যতা পাওয়া যায়। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হলে পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ এবাদত হোসেন কোন সন্তোষজনক উত্তর দিতে পারেননি।

অভিযানকালে পাওয়া তথ্যের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর