রংপুর: বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি জনসভায় যোগ দিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শুক্রবার (৩০ জানুয়ারি) রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত এই সমাবেশে লাখো নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে মির্জা ফখরুল দলীয় ঐক্য ও নির্বাচনি প্রচারকে আরও গতিশীল করেছেন বলে মনে করছেন দলটির নেতাকর্মীরা।
অনুষ্ঠান সঞ্চালনা করছেন রংপুর মহানগর বিএনপির সদস্য সচিব মাহফুজ উন নবী ডন।
এদিন সরজমিনে দেখা যায়, মাঠ লোকে লোকারণ্য হয়ে উঠেছে, ধানের শীষের পতাকা ও ব্যানারে ছেয়ে গেছে চারপাশ।
দলীয় সূত্র জানিয়েছে, মহাসচিব মির্জা ফখরুল তারেক রহমানের নেতৃত্বে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ের বার্তা দিয়ে বক্তব্য দিবেন।
তারেক রহমান পীরগঞ্জে শহিদ আবু সাঈদের কবর জিয়ারত ও পরিবারের সঙ্গে সাক্ষাৎ শেষ করে মাগরিবের নামাজের পর তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন। জায়ান্ট স্ক্রিন ও শতাধিক মাইকের মাধ্যমে পুরো রংপুর নগরীতে সম্প্রচার চলছে।
মির্জা ফখরুলের সঙ্গে মঞ্চে অন্যান্য কেন্দ্রীয় নেতারাও উপস্থিত রয়েছেন। এই জনসভা উত্তরাঞ্চলে বিএনপির গণজোয়ারের প্রতীক হিসেবে দেখা হচ্ছে। নেতাকর্মীরা বলছেন, তারেক রহমানের নেতৃত্ব ও মির্জা ফখরুলের সক্রিয় অংশগ্রহণে রংপুর বিভাগে দলের অবস্থান আরও শক্তিশালী হবে।
আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ ও গোয়েন্দা টিম কড়া নজরদারি রেখেছে।