কুমিল্লা: কুমিল্লায় জনগণের ভোটাধিকার নিয়ে কোনো ধরনের কারসাজির চেষ্টা হলে দেশের সচেতন যুবসমাজ কঠোর প্রতিরোধ গড়ে তুলবে বলে সতর্ক করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, ‘যারা মায়ের দামাল সন্তান হয়ে ফ্যাসিবাদকে পরাজিত করেছে, তারা এখনো জেগে আছে। জনগণের ভোট নিয়ে কেউ অন্য চিন্তা করলে তারা সিংহ হয়ে গর্জন করবে, সেই থাবা সামাল দেওয়া কঠিন হবে।’
শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় লাকসাম স্টেডিয়ামে জামায়াতে ইসলামী আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।
ডা. শফিকুর রহমান বলেন, ‘‘আমার ভোট আমি দেব, তোমারটাও আমি দেব’, এই স্লোগানের যুগ শেষ। এখন প্রত্যেক নাগরিক তার নিজের ভোট নিজেই দেবে। এটাই গণতন্ত্রের সৌন্দর্য।”
দেশ সবার উল্লেখ করে তিনি বলেন, ‘এই দেশ শুধু কারও ব্যক্তিগত সম্পত্তি নয়। সাধারণ মানুষের সম্মিলিত প্রয়াসে আমরা একটি সভ্য সমাজ গড়ে তুলতে চাই। অথচ এখনও দেশের নানা স্থানে চাঁদাবাজির দৌরাত্ম্য চলছে, এটি কোনোভাবেই সভ্য দেশের লক্ষণ নয়।’
চাঁদাবাজদের প্রতি মানবিক আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘তোমরা আমাদেরই সন্তান। চাঁদাবাজির পথ ছেড়ে দাও। খাদ্যের অভাব হলে আমরা তা ভাগ করে খেতে প্রস্তুত। তবে হারাম উপার্জন করে মানুষের কষ্ট বাড়িয়ো না।’
যুবকদের সম্মানজনক কাজ দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে জামায়াতের আমির বলেন, ‘আমাদের তরুণেরা অধিকারের জন্য লড়াই করেছে, বেকার ভাতার জন্য নয়। তাদের মেধা ও দক্ষতার ভিত্তিতে সম্মানজনক কর্মসংস্থান নিশ্চিত করাই আমাদের অঙ্গীকার।’
দেশের সকল ধর্মাবলম্বীকে সমান অধিকারের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশ মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান সবার। আমরা চাই, মানুষ যেন তার যোগ্যতা ও দেশপ্রেমের ভিত্তিতে কাজ পায়; কোনো দল বা ধর্ম দেখে নয়।’
নির্বাচনি সভায় সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা-৯ (লাকসাম–মনোহরগঞ্জ) আসনে জামায়াত মনোনীত প্রার্থী ড. সৈয়দ একেএম সরোয়ার উদ্দীন সিদ্দীকী। উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও কুমিল্লা-১১ আসনের প্রার্থী ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরসহ অন্যান্য কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা।