মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগরে সহিংসতা ও নাশকতামূলক কার্যকলাপ বিরোধী বিশেষ অভিযানে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে শ্রীনগর সদর উপজেলার দেওভোগ এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।
আটক ব্যক্তির নাম মো. রফিকুল ইসলাম পান্নু (৪৯)। তিনি শ্রীনগরের বাসিন্দা।
অভিযান চলাকালে তার কাছ থেকে ১৩০ পিস ইয়াবা, ২০ গ্রাম গাঁজা, ৯টি মোবাইল ফোন এবং ২টি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
সেনাবাহিনী সূত্র জানায়, ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীন শ্রীনগর আর্মি ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই বিশেষ তল্লাশি অভিযান পরিচালনা করে। আটক রফিকুল ইসলাম পান্নু এলাকায় একজন চিহ্নিত অবৈধ মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত।
আসন্ন জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সেনাবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। অভিযান শেষে আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত আলামত শ্রীনগর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্পের অপারেশন অফিসার জানান, জেলার কোথাও সন্ত্রাস, নাশকতা কিংবা মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সেনাবাহিনীর কঠোর অবস্থান ভবিষ্যতেও বজায় থাকবে। একই সঙ্গে যেকোনো সন্দেহজনক কার্যকলাপের তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে দেওয়ার জন্য সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।