Saturday 31 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

তারেক রহমানের উপহার পাওয়া অন্ধ গফুরের বাড়িতে হামলা-লুটপাট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩১ জানুয়ারি ২০২৬ ১৮:৪৬

দৃষ্টিপ্রতিবন্ধী গফুরের বাড়িসহ কয়েকটি বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে।

রাজবাড়ী: বিএনপির সভাপতি তারেক রহমানের কাছ থেকে উপহার পাওয়া রাজবাড়ী সদর উপজেলার দৃষ্টিপ্রতিবন্ধী গফুরের বাড়িসহ কয়েকটি বাড়িতে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার পাচুরিয়া ইউনিয়নের খোলাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।

রাতেই গফুর মল্লিকের পালিত ছেলে বাতেন মল্লিক বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এতে খোলাবাড়িয়া গ্রামের নান্নু শেখ, সাদ্দাম শেখ ও রেজাউল ইসলাম নাজিরসহ বেশ কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
অভিযোগে বলা হয়েছে, ব্যবসায়িক বিরোধের জেরে পরিকল্পিতভাবে এ হামলা ও লুটপাট চালানো হয়।

বিজ্ঞাপন

অভিযোগে আরও উল্লেখ করা হয়, শুক্রবার সন্ধ্যার পর একদল দুর্বৃত্ত দেশীয় অস্ত্র নিয়ে গফুর মল্লিকের বাড়িতে অতর্কিত হামলা চালায়। হামলাকারীরা বসতঘরের টিনের বেড়া কুপিয়ে ব্যাপক ভাঙচুর করে এবং ঘরে থাকা নগদ ৫৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়।

এ ছাড়া হামলাকারীরা গফুরের ভাই হানিফ মল্লিকের বাড়িতে ভাঙচুর চালিয়ে নগদ ২ লাখ ৬০ হাজার টাকা ও দুই ভরি সাত আনা ওজনের স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। একটি মোটরসাইকেলও ভাঙা হয়।

গফুরের আরেক ভাই কুদ্দুস মল্লিকের বাড়িতে হামলা চালিয়ে বিল্ডিংয়ের জানালার ৪টি থাই গ্লাস ভেঙে ফেলা হয় যার মূল্য আনুমানিক ২০ হাজার টাকা এবং ৭ হাজার টাকা মূল্যের একটি জিএফসি কোম্পানির স্ট্যান্ড ফ্যানও ভাঙা হয়। আরও হামলা হয় মা খোদেজা বেগমের বসতঘরেও।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার জিয়াউর রহমান বলেন, ’অভিযোগের ভিত্তিতে মামলা রেকর্ড করা হয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে এক নারীকে গ্রেফতার করা হয়েছে। পলাতক অন্য আসামিদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।’

প্রসঙ্গত, ৭৫ বছর বয়সী দৃষ্টিপ্রতিবন্ধী গফুর মল্লিক দীর্ঘদিন ধরে বাসে-বাসে নাড়ু বিক্রি করে জীবন ধারণ করছেন। তার অদম্য জীবনসংগ্রামের প্রতি শ্রদ্ধা জানিয়ে গত ৩০ অক্টোবর বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তাকে ১ লাখ ৭০ হাজার টাকার আর্থিক সহায়তা করা হয়েছিল।

সারাবাংলা/এআর/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর