৪৮ ঘণ্টা পর বাবা-মার কোলে শিশু জারিফ
২২ নভেম্বর ২০১৮ ২০:০৭
।।স্পেশাল করেসপন্ডেন্ট।।
চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় অপহরণের ৪৮ ঘণ্টা পর ব্যাংক কর্মকর্তার ছেলে আওসাফ হোসেন জারিফকে (৮)উদ্ধার করেছে পুলিশ। চার লাখ টাকা মুক্তিপণের জন্য তাকে অপহরণ করা হয়েছিল বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২২ নভেম্বর) সকালে উপজেলার বাউরিয়া এলাকা থেকে তাকে উদ্ধার করে তার মা-বাবার কাছে হস্তান্তর করে পুলিশ।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহজাহান সারাবাংলাকে জানিয়েছেন, শিশুটিকে উদ্ধারের পাশাপাশি অপহরণে জড়িত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।এরা হলেন- তাহমিনা (৩৮), সানু (২৮) ও হুমায়ুন (৫০)।
সন্দ্বীপের বাউরিয়া এলাকার বাসিন্দা ও ন্যাশনাল ব্যাংকের কর্মকর্তা মোহাম্মদ জ্যাকবের ছেলে জারিফ স্থানীয় একটি স্কুলের দ্বিতীয় শ্রেণীর ছাত্র।
সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, গত মঙ্গলবার(২০ নভেম্বর) স্কুল ছুটির পর বাসায় ফেরার পথে জারিফ অপহরণের শিকার হয়।
তবে অপহরণে যারা জড়িত তারা পেশাদার কেউ নয়। কিছু টাকাপয়সা পাবে, সেই আশায় তারা অপহরণ করেছিল। অপহরণের পর চার লাখ টাকা মুক্তিপণ দাবি করেছিল তারা।
সারাবাংলা/আরডি/এসএল