হিলি সীমান্তে নিষিদ্ধ ইনজেকশনসহ আটক ১
১৯ মার্চ ২০১৯ ১৮:৪২
হিলি, দিনাজপুর: হিলি সীমান্তের মংলা এলাকা থেকে এমকে ডাইল ও বুপারাপেন ইনজেকশনসহ জামান মন্ডল (৩৫) নামে একজনকে আটক করেছে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৯ মার্চ) দুপুরে সীমান্তের মংলার বিশেষ ক্যাম্পের টহল কমান্ডার নম্বর-৫৬৯১২ এর নেতৃত্বে উপজেলার নন্দীপুর মাঠ থেকে তাকে আটক করা হয়।
আটক জামান মন্ডল উপজেলার পাউসগাড়া গ্রামের মৃত ইলিয়াস মন্ডলের ছেলে।
হিলি মংলা ক্যাম্প কমান্ডার আবু সাঈদ জানান, ভারত থেকে বাংলাদেশে মাদক পাচার করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল অভিযান চালায়। অভিযানে সীমান্তের নন্দীপুর থেকে বিজিবি সদস্যরা জামান মন্ডল নামের ওই ব্যক্তিকে আটক করে। পরে তার কাছে অভিনব কায়দায় রাখা ১২২ পিস ভারতীয় এমকে ডাইল ও বুপারাপেন ইনজেকশন জব্দ করা হয়। আটক ব্যক্তিকে হাকিমপুর থানায় সোর্পদ করার প্রক্রিয়া চলছে।
সারাবাংলা/এমএইচ