Sunday 09 Feb 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলিতে অবৈধ অনুপ্রবেশের দায়ে বাংলাদেশি যুবক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১২:৩৬ | আপডেট: ২২ অক্টোবর ২০২৪ ১৩:৩৩

দিনাজপুর: অবৈধ অনুপ্রবেশের দায়ে দিনাজপুরের হিলি সীমান্ত এলাকা থেকে মিজানুর রহমান (২৯) নামের বাংলাদেশি এক যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তিনি একইভাবে দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছিলেন।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টায় হিলি সীমান্তের ২৮৫ এস নম্বর মেইন পিলারের ১৪ নম্বর সাবপিলালের পাশ দিয়ে বাংলাদেশে প্রবেশ করলে বিজিবি সদস্যরা তাকে আটক করে।

বিজ্ঞাপন

আটক মিজানুর রহমান দিনাজপুরের বিরল উপজেলার বনগাঁও এলাকার ইসরাঈল আলীর ছেলে।

হিলি সিপি বিজিবি ভারপ্রাপ্ত ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার আশরাফ আলী আটকের বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, ছয় মাস আগে দিনাজপুরের বিরল সীমান্ত দিয়ে ভারতে খালার বাড়িতে চিকিৎসার জন্য যান মিজানুর রহমান। চিকিৎসা শেষে আজ সকাল ১০টার দিকে ভারত থেকে পাচীর টপকে অবৈধভাবে বাংলাদেশ প্রবেশ করেন। এ সময় সীমান্তে দায়িত্বরত বিজিবি সদস্যরা তাকে আটক করে। তার বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের দায়ে মামলা দায়ের করে হাকিমপুর থানায় সোপর্দ করা হয়।

সারাবাংলা/ইআ

অবৈধ অনুপ্রবেশ হিলি সীমান্ত

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর