Wednesday 02 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘গণধর্ষণের’ শিকার হয়ে হাসপাতালে কাতরাচ্ছে কিশোরী


১৫ এপ্রিল ২০১৯ ০০:০৮ | আপডেট: ১৫ এপ্রিল ২০১৯ ০০:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামে এক কিশোরী পোশাককর্মী গণধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মুমূর্ষু অবস্থায় কিশোরীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (১৪ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে কিশোরীকে চমেক হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের ৩৩ নম্বর ওয়ার্ডে চিকিৎসাধীন ওই কিশোরী।

জানা গেছে, ১৫ বছর বয়সী কিশোরীর বাড়ি পটিয়া উপজেলায়। পটিয়ায় একটি পোশাক কারখানায় সে চাকরি করে।

কিশোরীর স্বজনদের বরাত দিয়ে চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক আমির হোসেন সারাবাংলাকে জানান, কারখানার গাড়িচালক রিপনের সঙ্গে কিশোরীর সম্পর্ক গড়ে ওঠে। পহেলা বৈশাখে কারখানা ছুটি থাকায় দুজন বেড়াতে বের হন।

বিজ্ঞাপন

মেসেঞ্জার-ইনবক্সে খবর জানাবে সারাবাংলা News BOT

‘রিপন মেয়েটিকে একটি আবাসিক হোটেলে নিয়ে যান। হোটেলের নাম-ঠিকানা কিছুই মেয়েটি জানাতে পারেনি। ধারণা করা হচ্ছে, পটিয়া শহরের আশেপাশের কোনো হোটেল হতে পারে। সেখানে কিশোরীকে তিনজন মিলে ধর্ষণ করে।’

আমির হোসেন আরও বলেন, ‘একজন অটোরিকশা চালক মেয়েটিকে প্রথমে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি দেখে তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়। মেয়েটি অজ্ঞান অবস্থায় ছিল। তাকে কারা কীভাবে উদ্ধার করে সেটি জানা যায়নি।’

সারাবাংলা/আরডি/একে

কিশোরী গণধর্ষণ চট্টগ্রাম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর