রাস্তায় ধান ছিটিয়ে কৃষকের প্রতিবাদ
১৬ মে ২০১৯ ১৬:৪৫
রংপুর: ন্যায্যমূল্য না পাওয়ায় রাস্তায় ধান ছিটিয়ে প্রতিবাদ জানিয়েছেন রংপুরের কৃষকরা। রংপুর নগরীর সাত মাথা রোডে কৃষক সংগ্রাম পরিষদের আয়োজনে বৃহস্পতিবার (১৬ মে) মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়।
প্রতিবাদ কর্মসূচিতে ধানের ন্যায্যমূল্য নিশ্চিত করা, সরকারি উদ্যোগে হাটে হাটে ক্রয় কেন্দ্র খুলে সরাসরি কৃষকের কাছ থেকে ধান কেনার দাবি জানান কৃষকরা।
সংগঠনের আহ্বায়ক আবদুস সাত্তারের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা পলাশ কান্তি নাগ, সদস্য আবদুস সাত্তার প্রামাণিক, কৃষক আবু তালেব, কৃষক আতোয়ার মিয়া প্রমুখ।
প্রতিবাদ সমাবেশে কৃষকরা বলেন, ‘প্রতি বিঘায় ধান উৎপাদনে খরচ পড়ছে ৯ থেকে ১০ হাজার টাকা। আর বিঘাপ্রতি উৎপাদিত ধান বিক্রি করে পাওয়া যাচ্ছে ৬-৭ হাজার টাকা। এতে করে প্রতি বিঘায় ধান উৎপাদনে কৃষককে লোকসান গুনতে হচ্ছে তিন হাজার টাকা।’
কৃষকরা আরও বলেন, ‘একমণ ধান বিক্রি করেও একজন শ্রমিকের মজুরি হচ্ছে না। শ্রমিকের চড়া মজুরির কারণে কৃষকরা জমি থেকে ধান কেটে ঘরে তুলতে পারছেন না।’
সারাবাংলা/একে
আরও পড়ুন
ধান ক্রয়ে রাজনৈতিক প্রভাব বরদাস্ত করা হবে না: খাদ্যমন্ত্রী
রাস্তায় ধান ছিটিয়ে ন্যায্য মূল্য দাবি রাবি শিক্ষার্থীদের
চুয়াডাঙ্গায় ব্রি-২৮ ধানে চিটা, ক্ষতিতে কৃষক
ধানের রাজ্যে দামের নৈরাজ্য
দিনাজপুরে জমি ভরা ধান, তবু ক্ষতি ৪০০ কোটি টাকা