নাটোরে প্রতারক চক্রের ৭ সদস্য আটক
২৮ জুন ২০১৯ ১৬:১৩
নাটোর: নাটোরে পুলিশ কনস্টেবলসহ বিভিন্ন পদে চাকরি দেওয়ার কথা বলে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে প্রতারক চক্রের চার দালালসহ সাতজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৩৬টি স্ট্যাম্প, ১৬টি চেক এবং বিভিন্ন চাকরি পরীক্ষার প্রবেশপত্রের ফটোকপি জব্দ করা হয়।
শুক্রবার (২৮ জুন) দুপুরে পুলিশ নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সাইফুল্লাহ আল মামুন এ তথ্য জানান।
পুলিশ সুপার জানান, গত শনিবার (২২ জুন) নাটোর জেলায় পুলিশ কনস্টেবল নিয়োগের শারীরিক এবং লিখিত পরীক্ষা বায়োমেট্রিক পদ্ধতিতে গ্রহণ করা হয়। নিয়োগের লিখিত পরীক্ষার সময় নাইম ইসলাম, রাব্বী আলী ও আব্দুল হাদি নামে তিন শিক্ষার্থীর আঙুলের ছাপে মিল পাওয়া যায়নি। পরে ওই তিন পরীক্ষার্থীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রতারক চক্রের চারজনসহ মোট সাতজনকে বিভিন্ন স্থান থেকে আটক করা হয়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নাটোর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত, জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈকত হাসানসহ অন্যরাা।
সারাবাংলা/ওএম/একে