Saturday 17 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাস-ট্রাক সংঘর্ষে হাতের কব্জি হারালেন কলেজছাত্র


২৮ জুন ২০১৯ ২১:২০ | আপডেট: ২৯ জুন ২০১৯ ১১:১৪

রাজশাহী: রাজশাহীতে বাস-ট্রাকের সংঘর্ষে এক কলেজছাত্রের ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেছে। শুক্রবার (২৮ জুন) সন্ধ্যা ৭টার দিকে কাটাখালি পৌরসভার সামনে এ ঘটনা ঘটে।

কাটাখালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ বিষয়টি নিশ্চিত করেছেন।

আহত ফিরোজকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ৩১ নম্বর ওয়ার্ডে ভর্তি করার পর তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। তবে তার অবস্থা আশঙ্কাজনক বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

কব্জি হারানো ওই ছাত্রের বাড়ি বগুড়ার নন্দীগ্রামে। তিনি রাজশাহী কলেজের সমাজকর্ম বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান, নাটোর থেকে মোহাম্মদ ট্রাভেলস নামে একটি যাত্রীবাহী বাস রাজশাহীর দিকে আসছিল। কলেজছাত্র ফিরোজ বগুড়া থেকে রাজশাহী যাচ্ছিল। আর বালুবাহী ট্রাকটি রাজশাহী থেকে নাটোরের দিকে যাচ্ছিল। কাটাখালি পৌরসভার সামনে দুই যানবাহনের সংঘর্ষ হয়। এতে বাসযাত্রী ফিরোজের ডান হাতের কব্জি কাটা পড়ে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ওসি নিবারণ চন্দ্র বর্মণ।

সারাবাংলা/একে

কব্জি রাজশাহী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর