Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বঙ্গবন্ধুই শিখিয়েছিল ধর্ম যার যার উৎসব সবার: গোলাম দস্তগীর গাজী


৪ জুলাই ২০১৯ ২২:১৭

নারায়ণগঞ্জ: বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী (বীরপ্রতীক) বলেছেন, আমরা হিন্দু এবং মুসলিম’রা মিলে বিভিন্ন অনুষ্ঠানগুলো করছি। এটা আমাদের শিখিয়ে গেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর সময় থেকেই বাংলাদেশ ধর্ম নিরপেক্ষতা শিখেছে। বঙ্গবন্ধুর আমলে কোন ধর্মীয় বিভেদ ছিলো না। পাকিস্তান আমলে যখন বিহারীদের আগমন হলো তখন ধর্মীয় উৎসব গুলোতে বিভেদের সৃষ্টি হলো।’

বৃহস্পতিবার (৪ জুলাই) দুপুর ৩ টায় নারায়ণগঞ্জ শহরের দেওভোগ শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির (ইসকন) আয়োজনে রথযাত্রার শুভ উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

গোলাম দস্তগীর গাজী বলেন, ‘আমি যখন ছোট ছিলাম তখন আমার বেশিরভাগ বন্ধুই হিন্দু ছিল। মাত্র বিশ ভাগ বন্ধু ছিল যারা কি না মুসলমান। কিন্তু আস্তে আস্তে দেখলাম সেই সকল বন্ধুরা চলে যাচ্ছে। আমাদের কাছ থেকে হারিয়ে যাচ্ছে। কারণ তারা পাকিস্তানিদের অত্যাচারে এই দেশ ত্যাগ করে চলে যাচ্ছিল। বঙ্গবন্ধুর সময় আমরা খুব ভালোভাবে ধর্মীয় উৎসবগুলো পালন করছিলাম। একে অন্যের অনুষ্ঠানে যাচ্ছিলাম। বঙ্গবন্ধু আমাদের শিখিয়েছিলো যে, ধর্ম যার যার কিন্তু উৎসব সকলের। আমি যখন প্রথম নারায়ণগঞ্জ-১ আসনের এমপি হলাম তখন আমার এলাকায় পূজামণ্ডপ পেয়েছি মাত্র সাতটি। আর এখন ৪৫টি মণ্ডপ রয়েছে আমার এলাকায়।’

বিএনপির আমলে পূজামণ্ডপগুলো ভেঙে দেওয়া হতো উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আসার পর এ ধরনের ঘটনা ঘটেনি। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা; তিনি সেই ব্যবস্থা হাতে নিয়েছেন যাতে করে এই দেশে একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র তৈরি হয়। আর আমরা বাংলাদেশিরা কোনোসময়ই সাম্প্রদায়িক ছিলাম না। আমরা ছোট বেলায় দেখতাম আমাদের বাবা মা আমাদের পূজামণ্ডপে নিয়ে যেতেন। আমরা প্রসাদ খেতাম, গান বাজনা শুনতাম কী সুন্দর একটা সাম্প্রদায়িক সম্প্রীতি ছিলো।’

বিজ্ঞাপন

বাংলাদেশ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র উল্লেখ করে তি‌নি বলেন, ‘ধর্ম নিরপেক্ষতা মানে কিন্তু ধর্মহীনতা নয়। ধর্ম নিরপেক্ষতা হলো সবাই স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারবে। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে লক্ষ্যেই কাজ করে যাচ্ছেন।’

মন্ত্রী আরও ব‌লেন, ‘ধর্ম নিরপেক্ষতার আদর্শ ধারণ করে অসাম্প্রদায়িক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে শেখ হাসিনার সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আওয়ামী লীগ সরকার ইসলাম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মীয় সম্প্রদায়ের কল্যাণে সমান সুযোগ-সুবিধা প্রদান করছে।’

এ সময় ইসকনের সভাপতি হংষকৃষ্ণ মহারাজের সভাপতিত্বে অনুষ্ঠানে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আব্দুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) সুভাস চন্দ্র সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক জসিম উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক মাসুম বিল্লাহ, জেলা সুপার সুবাস ঘোষ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদা বারিক, সদর মডেল থানার ওসি কামরুল ইসলাম, জাতীয় শ্রমিক লীগের শ্রমিক উন্নয়ন ও কল্যাণ বিষয়ক সম্পাদক কাউসার আহম্মেদ পলাশ, সি.আই.পি অমল পোদ্দার, মহানগর পূজা উদজাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার, কাউন্সিলর শারমিন হাবিব বিন্নি, হিন্দু কল্যাণ ট্রাস্ট্রি পরিতোষ কান্তি সাহা প্রমুখ উপস্থিত ছিলেন।

বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীককে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে গার্ড অব অনার দেওয়া হয়েছে। বৃহষ্পতিবার (৪ জুলাই) দুপুরে মন্ত্রী জেলা সার্কিট হাউজে পৌঁছালে তাকে গার্ড অব অনার দেয় পুলিশের একটি চৌকস দল। মন্ত্রী তাদের সালাম গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক জসিম উদ্দিন।

সারাবাংলা/একে

এমপি গাজী গাজী দস্তগীর গোলাম দস্তগীর গাজী নারায়ণগঞ্জ-১ বস্ত্র ও পাটমন্ত্রী

বিজ্ঞাপন
সর্বশেষ

চট্টগ্রামে ডেঙ্গুতে তরুণের মৃত্যু
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২২:১০

উর্মিলার সংসার ভেঙে যাওয়ার কারণ
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২১:০২

নতুন পরিচয়ে কুসুম সিকদার
২৮ সেপ্টেম্বর ২০২৪ ২০:৫৭

সম্পর্কিত খবর