Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহীতে পাসপোর্ট অফিসের কর্মচারীকে অপহরণ


১৩ জুলাই ২০১৯ ১৯:৩৬

রাজশাহী: রাজশাহী আঞ্চলিক পাসপোর্ট অফিসের অফিস সহকারী রঞ্জু লাল সরকারকে অপহরণ করা হয়েছে। শনিবার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে মহানগরীর শালবাগান পাওয়ার হাউস মোড়ে এ ঘটনা ঘটে। একটি সাদা রংয়ের মাইক্রোবাসে আসা অজ্ঞাতপরিচয় যুবক রঞ্জুকে তুলে নিয়ে যায়।

রঞ্জুর বাড়ি হবিগঞ্জে। তিনি শালবাগান এলাকায় ভাড়া থাকেন।

রাজশাহী আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক আজমল কবীর জানান, বেলা সাড়ে ১১টার দিকে দিকে তার সহকর্মী (কম্পিউটার অপারেটর) মজিবর রহমানের সঙ্গে হেঁটে শালবাগান মোড়ের দিকে যাচ্ছিলেন। এ সময় পাওয়ার হাউস মোড়ে তাদের সামনে একটি সাদা রংয়ের মাইক্রোবাস থামে। চারজন নেমে তাদের প্রশ্ন করে, এলাকার নাম কী? তারপরই রঞ্জুকে ধাক্কা দিয়ে মাইক্রোবাসে ঠেলে দেয় তারা। এরপরই পরই তারা দরজা বন্ধ করে মাইক্রোবাসটি নিয়ে চলে যায়।

চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, ‘কারা রঞ্জুকে তুলে নিয়ে গেছে তা শনাক্ত করার চেষ্টা চলছে। যতদ্রুত সম্ভব তাকে উদ্ধার করা হবে।’

সারাবাংলা/একে

অপহরণ পাসপোর্ট অফিস রাজশাহী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর