Saturday 12 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধ্বংস করা হলো প্রায় দেড় কোটি টাকার মাদকদ্রব্য


৩ ডিসেম্বর ২০১৯ ১৪:৪৭

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে বিজিবি-৫৮ ব্যাটালিয়ান সদর দপ্তরে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এ মাদকদ্রব্য ধ্বংস করা হয়।

চলতি বছরের এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত সীমান্তসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এগুলোর মধ্যে রয়েছে, ২৫ হাজার ৯১৬ বোতল ফেনসিডিল, দুই হাজার ৫০২ বোতল ভারতীয় মদ, সাড়ে তিন লিটার বাংলা মদ, ৫০ কেজি গাঁজা ও ইয়াবা। বিজিবি জানিয়েছে, এসব মাদকের আনুমানিক দাম ১ কোটি ৪৩ লাখ ৩ হাজার টাকা।

এসময় বিজিবি যশোর দক্ষিণ-পশ্চিম রিজিয়নের ভারপ্রাপ্ত রিজিয়ন কমান্ডার কর্নেল আমিরুল ইসলাম, কুষ্টিয়ার সেক্টর কমান্ডার কর্নেল জিয়া সাদাত খান, ঝিনাইদহ-৫৮ বিজিবি পরিচালক লেফটেন্যান্ট কর্নেল কামরুল আহসানসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইয়াবা বাংলা মদ বিজিবি মাদকদ্রব্য ধ্বংস

বিজ্ঞাপন

ছবির গল্প মার্চ ফর গাজা
১২ এপ্রিল ২০২৫ ২৩:৪৫

আরো

সম্পর্কিত খবর