Saturday 05 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলিতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ আটক ২০


৫ ডিসেম্বর ২০১৯ ১৫:৫১
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হিলি: দিনাজপুরের হিলিতে মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে ৫ মাদক ব্যবসায়ী, ১২ মাদকসেবীসহ ২০জনকে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) ভোররাত থেকে সকাল পর্যন্ত হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এদের আটক করা হয় ।

হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক আকন্দ জানান, নবাগত পুলিশ সুপারের নির্দেশে হাকিমপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপারের নেতৃত্বে থানা পুলিশের একটি বিশেষ টিম বৃহস্পতিবার ভোররাত থেকে সকাল পর্যন্ত হিলি সীমান্তের বিভিন্ন এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ৪১ বোতল ফেনসিডিলসহ ৫ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এছাড়াও পুলিশি আইনের ৩৪ধারা মোতাবেক তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পরে তাদেরকে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়েছে। অন্যদিকে মাদকসেবনের দায়ে ১২জন মাদকসেবীকে আটক করা হয়েছে। তাদেরকে ভ্রাম্যমান আদালতের হাজির করা হবে বলেও জানান ওসি।

বিজ্ঞাপন

অভিযান আটক মাদকসেবী হিলি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর