Monday 19 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

হাতিয়ায় ইয়াবাসহ মাদক বিক্রেতা গ্রেফতার


১৩ ডিসেম্বর ২০১৯ ১২:৪২

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার নলচিরা ইউনিয়নের অভিযান চালিয়ে মঞ্জু রাণী দাস (২৮) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে কোস্টগার্ড। এসময় তার কাছ থেকে ১১৮ পিস ইয়াবা, ১৫ হাজার টাকা ও ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

শুক্রবার (১৩ ডিসেম্বর) নলচিরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের দাসের হাট গ্রামের নিজের বাড়িতে অভিযান চালিয়ে মঞ্জুকে গ্রেফতার করা হয়।

কোস্টগার্ড হাতিয়ার স্টেশন অফিসার লেফটেন্যান্ট মেহেদী হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই নারীর বাড়ীতে অভিযান চালান তারা। অভিযানে সেখান থেকে ১১৮ টি ইয়াবা, ১৫ হাজার টাকা একটি মোবাইল ফোনসহ মঞ্জুকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার মঞ্জুর বিরুদ্ধে তিনটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রয়েছে বলে জানান মেহেদী হাসান। এছাড়া শুক্রবার মাদক উদ্ধারের ঘটনায় আরও একটি মামলা করা হবে বলেও জানান তিনি।

ইয়াবা উদ্ধার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর