Tuesday 29 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে এক যাত্রীর মৃত্যু


১৭ ডিসেম্বর ২০১৯ ১৪:২২

টাঙ্গাইল: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানার সামনে মাইক্রোবাস ও ট্রাকের সংঘর্ষে হাবিবুর রহমান নামে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। আহতদের মধ্যে চারজনকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতের বাড়ি সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়ায়।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আয়ুবুর রহমান জানান, সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের বঙ্গবন্ধু সেতুর পূর্ব থানার সামনে ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি ট্রাকের সঙ্গে সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই হাবিবুর রহমান নামে মাইক্রোবাসের এক যাত্রীর মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছে আরও চারজন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মুখোমুখি সংঘর্ষ সড়ক দুর্ঘটনা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর