Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চাঁদপুরে ইটভাটায় পরিবেশ অধিদফতরের অভিযান চলছে


২০ জানুয়ারি ২০২০ ১৪:০২

চাঁদপুর: চাঁদপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চলছে। সোমবার (২০ জানুয়ারি) দুপুরে জেলার হাজীগঞ্জ পৌর এলাকায় মেসার্স কামাল ব্রিকস ফিল্ডে চাঁদপুর জেলা পরিবেশ অধিদফতরের উদ্যোগে এ অভিযান চালানো হয়।

অভিযানে ব্রিকস ফিল্ডের চুল্লি পানি দিয়ে নষ্ট করে দেওয়া হয়। সেইসঙ্গে কর্তৃপক্ষকে ৬ লাখ টাকা জরিমানা করা হয়।

পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজীদ আহমেদ অভিযানে নেতৃত্ব দিচ্ছেন। এছাড়া র‌্যাব-১১, ফায়ার সার্ভিস ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ পরিবেশ অধিদফতরের কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।

চাঁদপুর জেলার শতাধিক ইটভাটার মধ্যে অর্ধশত ইটভাটা কোনো ধরনের নিয়ম-নীতি না মেনেই দীর্ঘদিন ধরে ইট তৈরি করছে বলে অভিযোগ রয়েছে। এর পরিপ্রেক্ষিতে অভিযান চালাচ্ছে পরিবেশ অধিদফতর।

নির্বাহী ম্যাজিস্ট্রেট তামজীদ আহমেদ বলেন, চলমান অভিযানের অংশ হিসেবে সোমবার সারাদিনই অভিযোগ ওঠা ইটভাটাগুলোতে অভিযান চালানো হবে।

অবৈধ ইটভাটা ইটভাটায় অভিযান


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর